খালেদা জিয়ার মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় বিএনপি বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৬ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:০৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় ভোলা জেলা বিএনপি’র আয়োজনে শহরের মাহাজনপট্রিস্থ দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ ট্রুম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবির সোপান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, সদর থানা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন। যুদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, ছাত্রদলের সভাপতি মো. নূরে আলম, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার প্রমূখ।
এসময় বক্তরা বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে রাখার দাবী করেন।
বক্তারা আরো বলেন, বিনাভোটের সরকারের মন্ত্রী,এমপিদের দূর্নীতি ও লুটপাটের কারনে দেশে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা,উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।