শাজাহানপুরে মরহুম যুবদল নেতার পরিবারের পাশে নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫১ পিএম, ১ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৪৪ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন যুবদল নেতা মরহুম আকরাম হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে দলীয় নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (১ মার্চ) বিকেলে জোড়া গ্রামে গিয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান যুবনেতা আকরাম কন্যা আফছানা আকতার আলোর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু’র পক্ষে এ শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সোহেল হোসেন, আব্দুর রউফ, সদস্য রাজিব, আশেকপুর ইউনিয়ন যুবদল নেতা সোহাগ, মোস্তাফিজার রহমান, মানিক, ফারুক, ইয়ামিন, রাছেল, সাগর প্রমুখ।