শেখ হাসিনার সরকার আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে : অধ্যাপক নার্গিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৪ পিএম, ১ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৫৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যশোর জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, শেখ হাসিনার সরকার আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সমঝোতা করতেন তাহলে তাঁকে সাজানো মামলায় জেল খাটতে হতো না। জননেতা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হবার জন্য লড়ছেন না। তিনি স্বাধীনতা, অক্ষুন্ন সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার জন্য লড়াই করেছেন।
আজ মঙ্গলবার (১ মার্চ) দুপুরে কেশবপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনমূখী দল। নির্বাচন করতে হলে শক্তি ও সাহস লাগে। আমাদের শক্তি ও সাহস হল ওয়ার্ড বিএনপি। এ জন্য প্রতিটা ওয়ার্ডে শক্তিশালী কমিটি করতে হবে। এটাকে দল গুরুত্ব দিয়েছে। সরকারের বিরুদ্ধে শক্ত আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মূল লক্ষ হলো নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি আদায়। এ জন্য দরকার শক্তিশালী কর্মি বাহিনী।
পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য এ্যাড. জাফর সাদিক, যশোর নগর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ।
পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন বাবু, নুরুজ্জামান চৌধুরী, কুতুব উদ্দিন বিশ্বাস, আলমগীর কবির বিশ্বাস, আব্দুল হালিম অটল, সদস্য আবুল কাশেম, ডাক্তার আনিসুর রহমান, সোহেল হাসান আঈদ, দবির উদ্দীন, বিল্লাল হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা শরিফুল ইসলাম। এরপর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামসহ স্থানীয় মৃত বিএনপি নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম মোড়ল, জাকির হোসেন প্রমূখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।