অস্বচ্ছ নির্বাচন কমিশন আমরা মানিনা - সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪২ পিএম, ২৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০১:০৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকার উন্নয়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে টাকার পাহার গড়ছে। এসব লুটপাট বন্ধ করে জনগণের দিকে দেখুন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। জনগণ খাদ্যের জন্যে টিসিবির ট্রাকের পিছনে দৌড়াচ্ছে। সরকার আবারো একটি ভোটারবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে। এই অস্বচ্ছ নির্বাচন কমিশন আমরা মানিনা। শেখ হাসিনার অধীনে বিনাভোটের আর কোন নির্বাচন হতে দেয়া হবেনা, জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে যে কোন মূল্যে আমরা তা প্রতিহত করে এই হাসিনা সরকারের পতন ঘটাবো।
আজ সোমবার বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ি রেডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, ওমর ফারুক সাফিন, ফরিদা আক্তার, ইয়াসিন সরকার, সাইফুল ইসলাম ফিরোজ, মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, আব্দুস সালাম, জিএস সুরুজ আহম্মেদ, জয়নাল আবেদীন তালুকদার, জসীম উদ্দীন ভাট, জাহাঙ্গীর আলম, আনোয়ারা বেগম প্রমুখ। এ সময় গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
সমাবেশে ফজলুল হক মিলন বলেন, ২০২২ সালের মধ্যে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।
ডা. মাজহারুল আলম বলেন, বিনাভোটের সরকারের জনগণের প্রতি কোন জবাবদিহিতা নেই, তাই সারা দেশে আজ হাহাকার। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে হাসিনার সরকারকে বিদায় করতে হবে।