ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে - খায়রুল কবির খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ পিএম, ২৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৫৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেন, গণতন্ত্র হত্যাকারী এই সরকারের পতন ঘটাতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এবং আগামী ২ মার্চ অনুষ্ঠিতব্য বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
আজ সোমবার দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে জেলা বিএনপি’র কার্যালয়ে বিকেলে নরসিংদী জেলা বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, সহ সভাপতি এড. আবদুল বাছেত, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দিপু, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। মনিরুল ইসলাম জাবেদ, ওলামাদলের সভাপতি নরুল ইসলাম, ইলিয়াস ভূঁইয়া, সুমন ভূঁইয়া, জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
এসময় বক্তারা নেতাকর্মীদের ২ মার্চ অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষে সবাইকে প্রস্তুতি গ্রহণে আহবান জানান।