দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল হওয়ায় গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে - আব্দুল্লাহ আল নোমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ পিএম, ২৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশের অর্থনীতি আজ বেহাল হয়ে গেছে। এজন্য গণতন্ত্রও ধ্বংস হয়ে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এভাবে চলতে থাকলে দেশ অকার্যকর হয়ে যাবে। এটি তাই শুধু বিএনপির বিষয় নয়, এটি এখন দেশের জাতীয় সমস্যা হয়ে গেছে। সবাইকে জাতীয়ভাবে একসাথে সংগ্রম করে এই সমস্যার সমাধান করতে হবে।
আজ সোমবার বিকেলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোদাররেস আলী ঈসা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও ঢাকা মহানগর মহিলা দলের (উত্তর) এর আহবায়ক নায়াব ইউসুফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, সাবেক সহ-সভাপতি আজম খানঁ, এ এফ এম কাইউম জঙ্গী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খাঁন পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহারিয়ার শিথিল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এ কে কিবরিয়া স্বপন ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলা।
সমাবেশে সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, এই সরকারকে অবশ্যই হঠাতে হবে। এজন্য ঐক্যের কোন বিকল্প নেই। এই সরকারের দুর্নীতি ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধবাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এসময় তিনি খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে আনতে হবে উল্লেখ করেন।
তিনি বলেন, এই সরকারকে আর কোনভাবেই রাতের আঁধারে নির্বাচন করতে দেয়া হবেনা।