![Logo](https://www.aajkalpratidin.com/frontend-assests/img/logo.png)
![Logo](https://www.aajkalpratidin.com/frontend-assests/img/logo.png)
সোনারগাঁওয়ে এসএসসি পরিক্ষার্থীর আত্মহনন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৩ পিএম, ২৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
![Text](/assets/images/1646054012.jpg)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে চিরকুট লিখে এস এস সি পরিক্ষার্থীর আত্মহননের অভিযোগ উঠেছে।
আজ সোমবার সকালে মোগড়াপাড়া ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সূর্বণা আক্তার। সে মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার ইসমাঈল মিয়ার মেয়ে ও স্থানীয় কাইকারটেক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনার পরপরই অভিযুক্ত ও তার পরিবার পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইমন দীর্ঘ ৫ বছর যাবত একই এলাকার ইসমাঈল মিয়ার মেয়ে সূর্বণার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ দৈহিক সম্পর্ক গড়ে তুলে। এ বিষয়ে সুর্বণার পরিবার ইমনকে বিয়ের চাপ সৃষ্টি করলে ইমন বিয়ে করতে রাজি হয় না। এ ঘটনায় অভিমানে একটি চিরকুট লিখে গতকাল সোমবার সকালে সূর্বনা তার নিজ বাড়িতে বিষপান করে আত্মহনন করে। বিষপানের আগে তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে ৪ পাতার এ চিরকুটে লিখে যায়। পরে সূর্বনার পরিবার তাকে মুমুর্ষ অবস্থার স্থানীয় এক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে সূর্বণার আত্মহননের ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ইমন ও তার পরিবার এলাকা থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত সূর্বনা পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। পুলিশ এ ঘটনা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।