তিতুমীর কলেজ ছাত্রদল নেতা লিপকনের উপর ছাত্রলীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ২৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:২৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর তিতুমীর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজ উর রহমান লিপকনের উপর মহাখালী টিবি গেটে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে।
গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানাযায়, নিয়মিত রাজনৈতিক চর্চার অংশ নিয়েছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন। ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে আলোচনা শেষে চলে যাবার সময় রাস্তায় মহাখালী টিবি গেটের নিকট পৌছালে তিতুমীর কলেজ ছাত্রলীগের ৩০-৪০ জন নেতাকর্মী তার উপর হামলা করে।
হামলায় গুরুতর আহত হয়ে তিনি বর্তমান একটি বেসরকারি হসপিটালের চিকিৎসাধীন আছেন।