নতুন ইসি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি না সন্দেহ আছে - জাপা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৭ পিএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:৫৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, নবনিযুক্ত নির্বাচন কমিশন হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত, আমলানির্ভর কমিশন। তাদের কার্যক্রমের ওপর নির্ভর করবে তারা কতটা নিরপেক্ষ। এই নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
আজ রবিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির প্রেসিডিয়াম সভা শেষে তিনি এ কথা বলেন।
চুন্নু বলেন, আমাদের দাবি ছিল নির্বাচনকালীন সময়ে কমিশনের কথা কেউ না শুনলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নিতে পারে, সে ক্ষমতা দিয়ে একটি আইন করতে হবে। সেই আইন সরকার করেনি। নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে একটি আইন করলে যদি কমিশনের সদিচ্ছা থাকে তাহলে হয়তো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচন দুরূহ বিষয়। এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, আমরা নির্বাচনমুখী দল। নির্বাচনের বাকি আরও দুই বছর। ভোটের আগে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেবো, আমরা নির্বাচনে যাব কি না।
বিএনপি ও আওয়ামী লীগ কেউই নিরপেক্ষ নির্বাচন করতে পারেনি উল্লেখ করে চুন্নু বলেন, আওয়ামী লীগ জিতলে বিএনপি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি আবার বিএনপি জিতলে আওয়ামী লীগ বলে নির্বাচন সুষ্ঠু হয়নি। জাতীয় পার্টি সব সময় বলে আসছে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয় না। গত ৩০ বছরে আওয়ামী লীগ ও বিএনপিই প্রমাণ করেছে কেয়ারটেকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। সুষ্ঠু নির্বাচনের জন্য একে অপরকে বিশ্বাস করতে হবে এবং সবাইকে সহযোগিতা করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি একমত না হয় তাহলে কখনোই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মো. মুজিবুল হক চুন্নু ছাড়াও দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।