সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছানু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৫ পিএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৬:২৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানুকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার বেলা ১১ টার সময় সিরাজগঞ্জ পৌরসভার মতি সাহেবের ঘাট এলাকা থেকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা (ডিবি পুলিশ) ছানোয়ার হোসেন ছানুকে গ্রেফতার করে নিয়ে যায়।
এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবী জানিয়েছেন।
এ ছাড়া সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস ও সাংগঠনিক সম্পাদক মিলন হক রন্জু এক যৌথ বিবৃতির মাধ্যমে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবী জানিয়েছেন।