ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ সফলের লক্ষে তারাকান্দায় প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৯ পিএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০২:৩৩ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহে বিএনপি বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে তারাকান্দা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা আজ রবিবার উত্তর বাজারস্থ ঈদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, ইয়াসিন আলি মেম্বার, আব্দুল ছালাম সরকার,তারাকান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ, আশাফুল আলম, আজহারুল ইসলাম, মোস্তুফা কামাল, ফরিদ আকন্দ, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।সভা শেষে নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা সদরে লিফলেট বিতরণ করেন।
আগামী সোমবার ২৮ ফেব্রুয়ারি ময়মনসিংহে মহানগরে বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী বুধবার ২ মার্চ ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।