নির্বাচন কমিশন আওয়ামী ভোটাধিকার হরণের নতুন কৌশল - এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩০ পিএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১০:৩২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নবগঠিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের ভোটাধিকার হরণের নতুন কৌশল। জনগণের সমস্যা নিরসনে উদাসীন সরকার আবার ভিন্ন কৌশলে ভোটাধিকার হরণকরার করতে মরিয়া হয়ে কাজ করছে।
আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা বিএনপির কার্যালয়ে ময়মনসিংহের পেশাজীবি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিএনপি ঘোষিত বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান।
ড্যাবের জেলা সভাপতি ডা.এ কে এম ওয়ালি উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ড্যাবের যুগ্ম আহ্বায়ক ড.গোলাম হাফিজ কেনেডি, ময়মনসিংহ মহানগর ড্যাবের আহবায়ক অধ্যাপক ডা.আনোয়ারুল হক, জিয়া পরিষদের সভাপতি ডা.মোহাম্মদ আলী সিদ্দিকী, ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. মঞ্জুরুল হক বাচ্চু, অ্যাড. আনোয়ারুল আজিজ টুটুল, কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস, জিয়া পরিষদ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ড. শামসুল আলম ভূইয়া, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদুল আলম খান তান্না, ড্যাব ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ডা. মোঃ সায়েম মনোয়ার, ডা. সাইফুল ইসলাম, ডা. অনিরুদ্ধ বসু, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, আমান উল্লাহ জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।
দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে বিএনপি ঘোষিত আন্দোলনের কর্মসূচি ময়মনসিংহ মহানগর ও জেলায় সফল করতে ময়মনসিংহে আজ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা,সাংবাদিকদের সাথে মতবিনিময়, প্রচারপত্র বিতরণ, কর্মীসভা, পেশাজীবি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ময়মনসিংহ মহানগর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৮ ফেব্রুয়ারী, সোমবার, সকাল ১১ টায় ময়মনসিংহ মহানগরে বিক্ষোভে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ২ মার্চ, বুধবার, বেলা ৩ টায় উত্তর ও দক্ষিণ জেলার বিক্ষোভে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রবীন সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন নেতৃত্ব দেবেন।
উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ সভা
বিএনপির বলেছেন, সরকারের সীমাহীন ব্যার্থতায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জনজীবনে বিরাজমান সমস্যা নিরসনে ব্যার্থ সরকারের পদত্যাগ করতে হবে। সরকারের ব্যার্থতার বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে বিএনপি আন্দোলন করছে। এই আন্দোলন সর্বত্র ছড়িয়ে দিতে নেতাকর্মীদের দায়িত্ব পালন করতে হবে।
আজ শনিবার সকালে ময়মনসিংহে দলীয় কার্যালয়ে ময়মনসিংহ দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভায় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আকম, অ্যাড. শাহ ওয়ারেস আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার, সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ তাইয়েবুর রহমান হিরন, ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল হক, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ, আখতারুল আলম, ডা.মোফাখ্খারুল ইসলাম রানা, মাহবুবুল আলম, অ্যাড. ফাত্তাহ খান, বিএনপি নেতা হেলাল উদ্দিন, হাফেজ আজিজুল হক, শমশের আলী, ফরহাদ হোসেন, শেখ আবদুল আজিজ এবং ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন টুটুল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ সাদমান ডুনন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, জেলা মহিলাদলের সভাপতি ফরিদা পারভীন, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক সাদেকুর রহমান সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।