আড়াইহাজারে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত, খালেদা জিয়ার মুক্তির দাবী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫০ পিএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১০:০২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির প্রবীন নেতাকর্মীদেও আন্দোলনমুখী দলকে শক্তিশালী করার লক্ষে আজ শনিবার বিকালে উপজেলা সদর কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠিক সম্পাদক পারভীন আক্তারের বাস ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবু।
প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান আঙ্গুর। বিশেষ অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল্লাহ মিয়া, সাবেক জেলা বিএনপির সদস্য আলী আজগর, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজিজুল হক হান্টু, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক বিআর ডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য নুরুন নাহার, বীরমুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা সরোয়ারদী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের আহমেদ জিকু প্রমুখ।
প্রধান অতিথি সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর বলেন, এই সময়ে এক্যের কোন বিকল্প নেই। আওয়ামীলীগের সাথে মোকাবেলা করেই মাঠে আছি। আমাদের সাথে আলোচনা না করেই কমিটি দিয়েছেন। এই বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দলের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই।
মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার বলেন, বিএনপিকে আন্দোলন মুখী ও শক্তিশালী করার জন্য প্রবীন নেতাদের সাথে আলোচনা আমরা সকলে এক হয়েছি। সামনে চমক আসতে পারে। তিনি বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবী জানান।