সরকার পতন আন্দোলনে প্রস্তুতি নেওয়ার আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫২ পিএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৩৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সরকার পতন আন্দোলনে যুবদল নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় টিম প্রধান আব্দুল খালেক হাওলাদার।
তিনি বলেন, বতর্মান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। দেশের গনতন্ত্র পুনরুদ্ধারে অচিরেই সরকার পতন আন্দোলনের ডাক আসবে। রাজপথের এই আন্দোলনে যুবদল নেতা কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জন্য যুবদল নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দায় স্থানীয় ঈদগাহ মাঠে উপজেলা যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামছুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের বিভাগীয় সহ সভাপতি খন্দকার মাসুদুল হক মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম সবুর কামরুল, সহ সাধারণ সম্পাদক শামসুর রহমান, রোকনুজ্জামান সরকার, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান তালুকদার, খাইরুজ্জামান শরীফ প্রমূখ।
এর আগে বিকেলে নান্দাইলে উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মী সভায় আব্দুল খালেক হাওলাদার আরও বলেন, আজকের কর্মী সভায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ফরম বিতরন করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে নতুন কমিটির পদ প্রত্যাশীরা এই ফরম পূরন করে জেলার দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।