শ্রীপুর পৌর বিএনপির বস্ত্র বিতরন ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪১ পিএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৩৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় পৌর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাড়ি ও লুঙ্গি বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ আসর মাওনা চৌরাস্তায় ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইজ্জত আলী ফকিরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় বস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক এড. কাজী খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী ।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহজাহান চঞ্চল, জেলা ওলামা দলের আহবায়ক ক্বারী সিরাজুল হক, পৌর বিএনপির আহবায়ক সদস্য অধ্যাপক নজরুল ইসলাম সেলিম, খোকন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল হক মোল্লা, বিএনপি নেতা নইমউদ্দিন ফকির, আলমগীর হোসেন, হাজী মুহাম্মদ মহসিন, মাহমুদুল হাসান আলাল, এস.এম জসিম উদ্দিন, কবির হোসেন, নছ মিয়া প্রধান, শাহজাহান খান সাজু, নিজাম উদ্দিন, এমদাদ মন্ডল,ইমরান হোসেন, শাহজাহান মোল্লা, খন্দকার বাবুল, শাজাহান সজল, আবুল খায়ের সোহাগ, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, শ্রমিকদল নেতা এড. আহসান কবির, যুবদল নেতা আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন, ছাত্রদল নেতা আরাফাত, আব্দুর রহিম, রবিউল হাসান প্রমুখ।