মীরসরাইয়ে আ’লীগ নেতার মালিকানাধিন ‘আরশি নগর ফিউচার পার্ক’র বিরুদ্ধে এলাবাবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৪ পিএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:৪৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধিন ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের সোনা পাহাড় এলাকায় অবস্থিত আ’লীগ নেতা সামসুদ্দিন দিদার এর মালিকানাধিন বিনোদন ষ্পট ‘আারশি নগর ফিউচার পার্ক’র বিরুদ্ধে নানাবিধ: অশ্লিলতা, জুয়া খেলা এবং অশ্লিল গান-বাজনা বিশেষ করে মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজের সময় ও গান-বাজনা’র অভিযোগ এনে স্থানীয় মসজিদ (‘আারশি নগর ফিউচার পার্ক’র পাশ্বস্থ) এলাকাবাসী মানববন্ধন করেছে আজ শুক্রবার।
মানববন্ধনকারীদের প্রধান অভিযোগ: পার্কের ভিতরে বিভিন্ন অশ্লিল কার্যকলাপ এর পাশাপাশি হাই ভোল্টেজ’র সাউন্ড এর মাধ্যমে গান-বাজনার কারণে পাশ^স্থ মসজিদে নামাজী মুসলামানদের নামাজে ব্যাঘাত ঘটে।
এলাবাসীরা জানায়, পার্কের উত্তর-পশ্চিম পাশে অবস্থিত বিশ্বরোড ‘নুরানী জামে মসজিদ’র মুসল্লিদের নামাজে সিমাহীন ব্যাঘাত ঘটে। মুসল্লিরা অভিযোগ করে বলেন, অনেকবার বলার পর ও তারা নামাজের সময় ও গান-বাজনা বন্ধ করে না। এতে করে নামাজ আদায় করতে সমস্যায় পড়তে হয় মুসল্লিদের। এলাকাবাসীর অভিযোগ: সার্বক্ষণিক গান-বাজনার কারনে ছেলে-মেয়েদের পড়াশোনায় ও ব্যাঘাত ঘটে চলেছে। গানের আওয়াজের কারণে নামাজ পড়ার সময় মুখ দিয়ে দোয়া পর্যন্ত আসে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিহিত ব্যবস্থা নেয়ার জন্য জানালে তারা বন্ধ করার বদলে তাদের কে বিভিন্ন ভাবে হুমকি দেয় বলে ও জাানয় তারা। অবশেষে তারা ঢাকা-চট্টগ্রাম মহা সড়ক (ফোর লেন) এ শুক্রবার জুম’আর নামাজের পর পর-ই এক বিশাল মানব বন্ধন রচনা করে।
উল্লেখ্য যে, গত কয়েক দিনের ব্যবধানে এ ‘ধারশি নগর ফিউচার পার্কের অভ্যন্তরে ১ স্কুল ছাত্রী সহ ২ মেয়ে ধর্ষীত হয়েছে। এ ছাড়া: আরো বহুবিধ: ঘঁনা ঘটে চললে সাধারণ জনগনের জানার বাহিরে-ই থেকে যায় প্রতিটি ঘটনা।