করোনার বুস্টার ডোজ নিয়েছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১২ পিএম, ২৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৫১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন তিনি। ৩য় ডোজ হিসেবে বেগম খালেদা জিয়া ফাইজারের টিকা নিয়েছেন।
আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে টিকা নিতে হাসপাতালে যান বেগম খালেদা জিয়া। দলীয় নেতাকর্মী পরিবেষ্টিত থাকায় বেগম খালেদা জিয়াকে গাড়িতে রেখেই টিকা দেয়া হয়।
এর আগে বিকেল ৪টা ১৩ মিনিটে বুস্টার ডোজ টিকা নিতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হয় বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। বেগম খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আসেন তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা ও গৃহকর্মী ফাতেমা বেগম।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফাইজার কোম্পানির প্রস্তুতকরা বুস্টার ডোজ টিকা নিয়েছেন। আগে নিয়েছিলেন মডার্নার টিকা। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াসহ মোট চারজন বুস্টার ডোজ নিয়েছেন। অন্য তিনজন হলেন বেগম খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা শিকদার, আব্দুর রহিম ও আব্দুল খালেক।
এদিকে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন হাসপাতালের আশপাশ। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল মিরাজ প্রমুখ।
গত বছরের ১৯ জুলাই প্রথম ডোজ এবং ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের ১১ এপ্রিল বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন।