বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৩৫ নং বকসির হাট ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১০ পিএম, ২৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৪২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৩৫ নং বকসির হাট ওয়ার্ডের উদ্যোগে হামিদ খান জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুবদল নেতা মোহাম্মদ মামুন,দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ ওমর ফারুক রানা।
দোয়া মাফফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
উপস্থিত ছিলেন, নগর যুবদলের সহ সভাপতি ইকবাল হোসেন সংগ্রাম, নাছির উদ্দীন চৌধুরী নাসিম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দীন, মো: জসিম,জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ ইদ্রিস, মো: ইদ্রিস আলম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আবদুল জলিল, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মুছা, মোহাম্মদ হাসেম, মোহাম্মদ তারেক, মোহাম্মদ সোহেল, মাঈন উদ্দীন খান রাজিব, আবু মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ জাহেদ, খলিলুর রহমান, বিপ্লব চৌধুরী বিল্লু, আবুল হোসেন, শফিউল বশর সাজু, আবদুল হামিদ, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ সোবাহান, মোহাম্মদ দিদার, মোহাম্মদ আলাউদ্দিন পিচ্ছি, রিপন দাশ, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ শামীম, আমিনুল ইসলাম সাজু, দিদারুল ইসলাম দিদার, আনোয়ার ইসলাম খোকন, বিএনপি নেতা কাদের, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মাদ সোহেল, মোহাম্মাদ মানিক, মোহাম্মদ শাহআলম, মোহাম্মদ আরাফাত, মোজাম্মেল, মোহাম্মদ বাবুল, আবু সুফিয়ান মানিক, মোহাম্মদ রাজু, মোহাম্মাদ মোরশেদ, মোহাম্মাদ জমির প্রমুখ।
প্রধান অতিথি এমদাদুল হক বাদশা বলেন, দেশে আজ দূর্ণীতিতে ভরে গেছে। যুবলীগ, ছাত্রলীগের ওয়ার্ডের নেতারা এখন শতকোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আজ জেলে রেখেছেন। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয় নি এ অবৈধ সরকার। দেশের মানুষ এখন দেশনেত্রী পক্ষে রয়েছেন। মানুষ এখন নেত্রীর জন্য দোয়া কামনা করছেন। তিনি আল্লাহর দরবারে দেশনেত্রীর রোগ মুক্তি কামনা করেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বকসির হাট ওয়ার্ডস্থ হামিদ খান জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোহাম্মদ সলিম উদ্দীন।