খুলনায় শীতার্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপি নেতা বকুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৩ পিএম, ২৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:০৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় খুলনার অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানোর মহান ব্রত নিয়ে একাদশতম দিনের মতো শীতবস্ত্র বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত নিউজপ্রিন্ট গেট বিএনপি কার্যালয়ের সামনে তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক দিকনির্দেশনা এবং সহযোগিতায় এবং ১২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃত্বে ওয়ার্ডের শতাধিক দুস্থ, অসহায়, ছিন্নমূল ও বাস্তুহারা শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এনিয়ে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তার নির্বাচনী আসন খুলনা-৩ এর প্রায় এক হাজার পাচশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত, অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ শারিরীক সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
১২নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি খোদাবক্স কোরাইশী কালুর সভাপতিত্বে এবং ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল এবং কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, প্রবীণ বিএনপি নেতা স ম আব্দুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতা, শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, আবুল কালাম জিয়া, শেখ সাদী, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাহিদুল হোসেন, জাহিদুর রহমান রিপন, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন, ডাঃ মোবাশ্বের হোসেন শ্যামল, মুজিবুর রহমান, এস এম সাইফুর রহমান, মোঃ নাদিম, মোঃ ইয়াকুব প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, শেখ ফজলে বারী লিপন, আরিফুর রহমান শিমুল, খায়রুজ্জামান শামীম, মাসুদ পারভেজ লিটন, জুলকার নাইম, নাজমুল হোসেন বাবু, মুক্তার আলী চুন্নু, উজ্জ্বল বিশ্বাস, মনজুর আলী, নিজামউদ্দীন, মাহমুদ, বাবু, নাদিম, শাকিল, হাসান প্রমুখ।
সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, মোতালেব শেখ প্রমুখ।
মহিলা দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আনজিরা খাতুন, নিঘাত সীমা, শাহানাজ সরোয়ার, জাকিয়া সুলতানা, শারমিন আক্তার প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আহমেদ ইমরান সালেহ সিফাত, জামিউর রহমান অপূর্ব, মিরাজ আহম্মেদ, মেহেদী হাসান রাজা প্রমুখ।