জনগণ জেগে ওঠেছে, ছলচাতুরী করে আর ক্ষমতায় থাকা যাবে না - রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৬ পিএম, ২২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:২৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
অচিরেই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিদায় হবে আশাবাদ ব্যক্ত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিশি রাতের দুঃশাসনে পিষ্ট হয়ে বাংলাদেশের মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণ জেগে ওঠেছে। ছলচাতুরী করে আর ক্ষমতায় থাকা যাবে না।
আজ মঙ্গলবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর চাঁদপাড়া ফাতেমা হাফিজিয়া মাদরাসায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ঝড় বৃষ্টি বন্যা শীত ঘুর্ণিঝড়সহ কোন দুর্যোগেই সরকার অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের সঙ্গে তাদের কোন জবাবদিহীতার প্রয়োজন হয় না।
বিএনপি যুগ্ম মহাসচিব আরোও বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের সীমাহীন ঊর্ধ্বতি, গ্যাস পানি বিদ্যুতের দামবৃদ্ধি অন্যদিকে বেকারত্বের অভিশাপে মানুষের জীবন আর চলছেই না। গরীব দুস্থ মানুষের পাশাপাশি নিন্মবিত্ত ও মধ্যভিত্তের অবস্থা চরম সংকটে রয়েছে। এ অবস্থায় দেশের মানুষকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব এ সরকারকে বিদায় করতে হবে।
এসময় মিঠাপুকুর উপজেলা বিএনপি নেতা আনারুল ইসলাম নয়ন, গোপালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক লিমন সরকার, উপজেলা ছাত্র দলের সদস্য নিশাত রহমান, সাবেক ছাত্র নেতা নাজির উদ্দিন বাবু ও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।