গাইবান্ধা সরকারি কলেজে নবীনদের আগমন জানিয়ে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২২ পিএম, ২২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৩৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
করোনায় বন্ধ থাকার দীর্ঘ ২ বছর পর সারাদেশে আজ খুলতে শুরু করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। নতুন উদ্দীপনায় শিক্ষা জীবন শুরু করতে নবীনদের স্বাগত জানিয়ে গাইবান্ধা সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কলেজের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে এই মিছিল শেষ হয়।
এই মিছিলে কলেজ ছাত্রদলের সদস্য সচিব আরমান হোসেন বাপ্পী। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক। সুজন পাটোয়ারী, আরশাদ আইয়ুব, রিফাত সরকার,আব্দুর রহিম, আজাদুল, মেহেদী মুন, জুয়েল, আবু সাঈদ, নবীন সরকার, মাশরাফি, হামিমসহ প্রমূখ।