বাংলাদেশকে শক্তিশালী করতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে - জামাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০২:০৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামীতে সবাইকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে। তাই আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জামাল হোসেন।
আজ সোমবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় ছদাহা ও কেঁওচিয়া ইউনিয়নের প্রায় ছয় শতাধিক অসহায় মানুষের মাঝে উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, দেশের মানুষ আজ অসহায় অবস্হায় দিন যাপন করছেন৷ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম সব কিছুই উর্দ্ধগতি। খেঁটে খাওয়া মানুষের মানবেতর জীবন যাপন করছে। বাংলাদেশকে বাঁচাতে হলে তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার প্রধান হিসেবে সংসদে পাঠাতে হবে।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা এস এম নূরুল হকের সভাপতিত্বে যুবদল নেতা মুহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক এম এ রহিম, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, উপজেলা বিএনপি নেতা আহমদুল হক সিকদার, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল মোস্তাক, পৌরসভা বিএনপি নেতা আবদুর রহিম, ছদাহা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান মেম্বার, বিএনপি নেতা নূরুল ইসলাম বাবুল, মোঃ আবুল কালাম, মোস্তাক আহমদ, মোঃ আবুল কালাম, নূর মোহাম্মদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, যুবদল নেতা নেজাম উদ্দিন, আবদুল মান্নান, সম্রাট, মিজানুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন রুবেল, ইন্জিনিয়ার মীর আজিজুল হক সৌরভ, উত্তর সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক, মোহাম্মদ মহি উদ্দীন, মোহাম্মদ আবছার, আবদুল আল রাফি, তাঁতীদল নেতা মোহাম্মদ মিসকাত, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউছুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তারেক মাহামুদ রিদুয়ান, রাসেল, সোহেল।
এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।