আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির র্যালি ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৬ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১০:৫৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ বিএনপির উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমদ’র নেতৃত্বে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয় সামনে হতে প্রভাত ফেরীযোগে নিউ মার্কেটস্থ মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠ সংলগ্ন অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম, আব্দুল গাফ্ফার চৌধুরী, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, এড. ফোরকান, নাজমুল মোস্তফা আমিন, লায়ন হেলাল উদ্দিন, জামাল হোসেন, হুমায়ুন কবির আনসার, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অধ্যাপক এহসানে মওলা, আবু মোহাম্মদ নিপার, নুরুল কবির, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী,বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, চেয়ারম্যান আবুল কালাম আবু, চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, শওকত ওসমান, এম কপিল উদ্দিন,আক্তার হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সহ-সভাপতি মঈনুদ্দীন চৌধুরী ছোটন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক সায়েম উদ্দিন টিটু, যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, মহসিন খোকন, গোলাম হোসেন নান্নু,মীর ইলিয়াস, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ ফোরকান, সহ-সম্পাদক নুর হোসাইন, আবু তৈয়ব মাহির, মোহাম্মদ হাসান, জেলা ওলামা দলের আহ্বায়ক মোঃ ফোরকান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মওলানা আব্দুল করিম, সদস্য সচিব আনিসুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আরেফিন রিয়াদ, আব্দুস ছবুর, শহীদুল ইসলাম সায়েম, মোঃ ইসমাইল, নেজাম উদ্দিন প্রমুখ।