আন্তর্জাতিক ভাষা দিবসে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল’র শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৪ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৬:২৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল’র উদ্যোগে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর এর পক্ষ থেকে মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়স্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ১৯৫২ সালের এই দিনে শহীদদের শানিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামের অন্যতম মূলমন্ত্র ছিল বৈষম্যহীন ন্যায় বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা গড়া। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও কাংখিত স্বাধীনতার সুফল জনগণ ভোগ করতে পারছেনা। গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার হরণ করে বাংলাদেশকে একটি কতৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা রাজপথে আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাচ্ছি। নেতাকর্মীদেও একুশের চেতনা বুকে ধারণ করে আওয়ামী লীগের অন্যায়, দুর্নীতি ও দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হারুন আল রশিদ, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, এম. আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক দিদার হোসেন, মোকলেছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, রবিউল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য কামরুল হাসান, সহ-সম্পাদক মন্ডলীর সদস্য জাহিদুল ইসলাম, রাশেদ পাটোয়ারী, ইমরান ছিদ্দিকী জ্যাকসন, জাহেদুল আলম, বায়েজীদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন, খুলশী থানা আহবায়ক মো: রায়হান আলম, চান্দগাঁও থানা আহবায়ক সাজিদ হাসান রনি, বন্দর থানা আহবায়ক রিয়াজ উদ্দিন রাজু, কোতোয়ালী থানা আহবায়ক এন মোহাম্মদ রিমন, বাকলিয়া থানা আহবায়ক মো: দুলাল, চান্দগাঁও থানা সদস্য সচিব মো: শহীদুজ্জামান,বন্দর থানা সদস্য সচিব আরমান শুভ, বায়েজীদ থানা সদস্য সচিব কাজী মহিউদ্দিন, থানা যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম জহির, মো: পারভেজ, আবু সালেহ আবিদ, আল জাবের,কামাল হোসেন খোকন, হোসাইন মো: মাসুম, কায়সার হামিদ, মো: দেলোয়ার, আলী আকবর মোল্লা, মো: হারুন, মো: শাহআলম, মো: ফিরোজ, রুবেল চৌধুরী , সাইফুদ্দিন, সাইফুল ইসলাম, সোহাগ গাজী, শফিকুল ইসলাম বাচা, মো: সোহাগ, মো: আমিন,শাহাজাহান আলী, মো: ফিরোজ, মহরম আলী, মোবারক হোসেন, আমিনুল ইসলাম মোল্লা সহ প্রমুখ।