আড়াইহাজার ছাত্রদলের সদস্য সচিবের বাড়িতে যুবলীগ সন্ত্রাসীদের হামলা ও লুটপাট, আহত-৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৬ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৫৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেনের বাড়িতে যুবলীগ সন্ত্রাসীদেও বিরুদ্ধে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় ছাত্রদল নেতার বাড়িতে বেড়াতে আসা ফুফাতো ভাইয়ের ৪ মাসের অন্তঃসত্তা স্ত্রীর পেটে লাথি মেরে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়ায় মোবারক হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না। হামলার ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন মোবারক।
মোবারকের পরিবার সুত্রে জানা যায়, উপজেলায় রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল উপজেলা যুবলীগের সাত্তার বাহিনী ও সিদ্দিক এর সাথে। সেই বিরোধ থেকেই তাদের বাড়িতে হামলা করা হয়।
আহতরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসা, মোবারকের পিতা আবুল কাসেম, কালাম, সুমন, সব্বির, অন্তঃসত্ত্বা ইয়াসমিন আক্তার।
ঐুবলীগের সাত্তার তার বাহিনী নিয়ে পুরো এলাকায় ত্রাসের সৃষ্টি করে বলে এলাকাবাসী জানায়। তার আতংকে পুরো এলাকার মানুষ তটস্থ থাকে। উপজেলায় ডাকাতের নিজস্ব বাহিনীও রয়েছে সাত্তারের। তার বাহিনী এলাকায় নানা অপকর্ম করে বেড়ায়।
ছাত্রদল নেতা মোবারক হোসেন জানান, কি কারণে হামলা হলো জানিনা। রাজনৈতিক কারণ ছাড়া অন্য কোন কারণে তাদের সাথে কোন বিরোধ নেই। যুবলীগ নেতা সাত্তার বাহিনী ও সিদ্দিক তাদের বাহিনী নিয়ে এ হামলা চালায়। হামলা চালিয়ে আমার দুই তলা বাড়ির প্রতিটি কাজের জানালা ভাংচুর করে। হামলার আমার ফুফাতো ভাইয়ের স্ত্রী যিনি বেড়াতে এসেছিলেন তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তাকেও গুরুত্বর জখম করা হয়েছে। তার পেটে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে, তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বৃষ্টির মত আমার বাড়িতে ঢিল ছোড়া হয়।
তিনি জানান, হামলাকারীরা আমার ঘরে থানা ৫ ভরি স্বর্ণালঙ্কার, ৮০ হাজার টাকা লুটে নিয়ে যায়। আমি এ ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। আমি আইনি ও রাজনৈতিক দুইভাবেই এ হামলার মোকাবেলা করবো।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা জানান, এ বিষয়ে কোন তথ্য জানা নেই। এখন পর্যন্ত এ নিয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।