জামালপুরে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৩০ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ ও বিএনপির নেতাকর্মীরা।
আজ জামালপুর ২১ ফেব্রুয়ারি দিবসটি উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেসক্লাব, উপজেলা পরিষদ, জেলা বিএনপি ও আওয়ামী লীগ।
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তার সাথে বিএনপির নেতাকমীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে নামে হাজারো মানুষের ঢল। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহরের প্রধান সড়কে প্রভাতফেরি শেষে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।