আলফাডাঙ্গায় নানা আয়োজনে বিএনপির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৪ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:০১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
আজ সোমবার এ উপলক্ষ্যে রাত ১২টা ১মিনিটে পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন এর নের্তৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষথেকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ৯টায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয় র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মোঃ আকরামুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবদলের আহবায়ক কামরুল ইসলাম দাউদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস মিয়া, যুব দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, ওলামাদলের সভাপতি সভাপতি আলহাজ্ব হাফেজ গোলাম মহিউদ্দিন, পৌরযুব দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ছোট নজরুল ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী প্রমুখ। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।