২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিরাজগঞ্জ জেলা বিএনপির কর্মসূচী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৫৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আজ সোমবার ২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি দিনব্যাপী কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। ভোর ৬টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান ও কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন ও দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি গাজী আজিজুর রহমান দুলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। পরিচালনা করেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান। দোয়া পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সম্মেলন প্রস্তুতি সমন্বয় কমিটির সদস্য সচিব সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলিমা বেগম, সহসাধারণ সম্পাদক সালমা খাতুন, সাংগঠনিক সম্পাদক জোৎনা মন্ডল, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব আলমাস আহমেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার পারভেজ কাজল, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, আকাশ খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান হাবীব উজ্জ্বলসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।