ফেনীতে ভাষা শহীদদের প্রতি বিএনপি'র শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:০৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফেনীতে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে ফেনী জেলা বিএনপি'র প্রভাতফেরী ও ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী জেলা বিএনপি'র আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক অধ্যাপক এম.এ.খালেক, গাজী হাবিবউল্যাহ মানিক, এয়াকুব নবী, আলা উদ্দিন গঠন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।