স্বাস্থ্য পরীক্ষায় নয়াদিল্লি যাচ্ছেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৫২ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ নয়াদিল্লি যাচ্ছেন ওবায়দুল কাদের এমপি।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইট যোগে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
নয়াদিল্লীর মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।