যুবদলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে - এমপি সিরাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩ পিএম, ২০ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১২:৪৬ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। গণতন্ত্র কায়েম ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এই সরকারকে হঠাতে হবে। তাই যুবদল সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আন্দোলন ও পতনের ভয়ে ভীত বর্তমান ভোটারবিহীন সরকার দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পর্যুদস্ত করার ষড়যন্ত্র করছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে নেতাকর্মীদের ওপর এবং তাদের বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে। এই হামলা, নির্যাতন ও নিপীড়ন করে কোন স্বৈরাচার সরকারই টিকে থাকতে পারেনি। বর্তমান ফ্যাসিবাদী এই সরকারও টিকে থাকতে পারবে না। তিনি আরোও বলেন, আওয়ামী যুবলীগের অন্যায় অত্যাচারে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এই যুবদল প্রতিষ্ঠা করেছিলেন তাই শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বেগম জিয়া সুচিকিৎসা ও তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরো শক্তি হয়ে রাজপথ থেকে এই দুঃশাসনের সরকারকে পতন ঘটাতে হবে।
আজ রবিবার বিকেলে পৌরসভার ডাকুরচক বোর্ড অফিস মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার আওতাধীন ১৯নং ওয়ার্ড যুবদলের কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন।
বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি এর সভাপতিত্বে ও সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি ও যুগ্ম-আহ্বায়ক হারুনর রশিদ সুজন এর সঞ্চালনায় কর্মি সম্মেলনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাসার।
কর্মি সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, ১৯ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেজাউল হক, যুগ্ম -আহ্বায়ক দেলায়ার হোসেন মুক্তার।
এছাড়াও আরোও বক্তব্য রাখেন জেলা যুবদলের শাহনেওয়াজ সাজন, শফিকুল ইসলাম শফিক,রেজাউল করিম লাবু, মোসলেম উদ্দিন স্বপন, ফরিদ আহম্মেদ মুন, রেজাউল করিম, মেহেদী হাসান নয়ন, শামীম হোসেন, শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, জাহেদ হোসেন, আবু সাঈদ মন্ডল, মেহেদী হাসান বাপ্পি, সাদ্দাম হোসেন, বাইতুল্লা শেখ, মেফতা আল রশিদ মিল্টন, রোকন,পাশা, বাপ্পিসহ প্রমূখ।