অপকর্মকারীদের আওয়ামী লীগে ঠাঁই নাই - কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩১ পিএম, ২০ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০১:১৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সন্ত্রাস, চাঁদাবাজ, ভমিদস্যু, চিহ্নিত মাদক ব্যবসায়ী-এমন বিতর্কিত অপকর্মকারীদের দলে ঠাঁই না দেয়ার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজের লোক বাড়ানোর জন্য খারাপ লোকদের টেনে আনবেন না। এই খারাপ লোকেরা বসন্তের কোকিল। তাদের দলের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না।
আজ রবিবার নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, বিশৃঙ্খলাকারীদের হাতে আমাদের অর্জন, উন্নয়ন তুলে দিতে পারি না। কোনো অপকর্মকারীদের আওয়ামী লীগে ঠাঁই নাই। যারা ক্ষমতায় বসে এর অপব্যবহার করে দলে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়ন কেউ কেউ ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হবে। আপনারা যদি জনগণের সাথে ভাল ব্যবহার করতে পারেন তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ২৪ ঘণ্টা অপপ্রচার করছে। নির্বাচন যতো সামনে আসে ততোই এরা সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়। দেশের একটা উন্নয়নের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। তারা উন্নতি দেখাতে পারবে না। তাদের উন্নয়ন অগ্নিসংযোগে। তারা উন্নতি করেছে মানুষ মেরেছে বাস পুড়িয়েছে। তাদের উন্নয়নের কোন ছবি তারা দেখাতে পারেনি। বিএনপি আমাদের হুমকি দেয়, বড় বড় কথা বলে। আমি বলতে চাই শুধু ঐক্যবদ্ধ থাকুন বিএনপির লাফালাফি বেশিদিন থাকবে না। মানুষের সাথে ভালো আচরণ করুন, খারাপ ব্যবহার করবেন না। বিএনিপর লাফালাফি বন্ধ হয়ে যাবে, যখন আওয়ামী লীগ তরীতে উঠবে। তিনি বলেন, বকুল ভাইয়ের নামে স্লোগান হলো না তাতে কি হলো? আমাদের মঞ্চে যতো নেতা, তাদের স্লোগানের দরকার কি, কেন এতো স্লোগান, এই যে নেতাগিরি, স্লোগান, ক্ষমতার আস্ফালন বন্ধ করতে হবে, এসব চলবে না। জনগণকে ভালোবাসলে স্লোগান লাগবে না। কর্ম দিয়ে মানুষের মন জয় করতে হবে, বার বার বলেছি আজও স্মরণ করিয়ে দিচ্ছি। এর আগে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল এমপি ও সংরক্ষিত আসনের নারী সাংসদ রত্মা আহমেদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।