'মাদার অব ডেমোক্রেসি' সম্মাননা লাভ করায় খালেদা জিয়াকে এনটিএফ এর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৪ পিএম, ২০ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১১:৫৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি চেয়ারপার্সন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 'দি কানাডিয়ান হিউম্যান রাইটস' ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পক্ষ থেকে 'মাদার অব ডেমোক্রেসি' সম্মাননা অর্জন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম-এনটিএফ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।
আমরা মনে করি, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান, গণতন্ত্র রক্ষায় আপোষহীনতার কারণে কারাবরণ, অসুস্থ অবস্থায় গৃহবন্দী- এসব মূল্যায়নেই গণতান্ত্রিক বিশ্ব তাঁকে এই সম্মানে ভূষিত করেছেন। যা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বর্তমান আন্দোলনকে বেগবান করবে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এনটিএফ অবিলম্বে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে বিদেশে পাঠিয়ে তাঁর সুচিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।