তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না - সাবেক এমপি লালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ১৯ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়রপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হবে না। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর মধ্য দিয়েই আমরা একটি নতুন সরকার গঠন করব। আর যুবদলকে অনুরোধ করব তারা যাতে স্বপ্ন দেখতে শুরু করে। তারা যেন স্বপ্ন দেখে একটি আধুনিক রাষ্ট্রের, একটি আধুনিক জাতি গঠনের।
আজ শনিবার বিকেলে শহরের নারুলী স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার আওতাধীন ২০ নং ওয়ার্ড যুবদলের কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন যুবদলের প্রতিষ্ঠা করেছিলেন তখন এমন একটি দল গঠন করতে চেয়েছেন যে দল ভবিষ্যতে বিএনপিকে নেতৃত্ব দিবে, রাষ্ট্রকে নেতৃত্ব দিবে ও জাতি গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। আমি স্মরণ করতে চাই জাতীয়তাবাদী যুবদলের যে সকল নেতা-কর্মী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনার আন্দোলনের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকেই দিতে হবে। তাই বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ও অঙ্গসংগঠনকে অতি দ্রুত সংঘটিত হয়ে নিজেদের ঐক্যকে দৃঢ় করে জণগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে।
লালু বলেছেন, আজকে বাংলাদেশের যে সংকটময় মুহুর্ত সেই মুহূর্তে সবচাইতে বড় ভূমিকা পালন করতে হবে যুবদলকে। এই যুবদলের শক্তিকে কাজে লাগিয়ে সারা দেশের মানুষকে সংগঠিত করে এই ভয়াবহ দানবীয় যে সরকার আমাদের বুকের উপর চেপে বসে আছে তাদেরকে পরাজিত করতে হবে। যে সরকার আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে আটক করে রেখেছে, আমাদের স্বপ্নের নেতা তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছে, অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদেরকে পরাজিত করতে যুবদলকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। আজকের সঙ্কট কাটিয়ে উঠতে চাইলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি এর সভাপতিত্বে ও সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি ও যুগ্ম-আহ্বায়ক হারুনর রশিদ সুজন এর সঞ্চালনায় কর্মি সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
কর্মি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সহীদ উন নবী সালাম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, ২০ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি কাউন্সিলর রসম আলী ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ-সভাপতি নূর মোহাম্মদ, সদর থানা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস জেলা যুবদলের সদস্য আনোযার হোসেন শান্ত আলি রেজা, তারিক মজিদ সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন। আরো বক্তব্য রাখেন জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ সাজন, রাশেদুল ইসলাম, শফিকুল ইসলাম, রেজাউল করিম লাবু, সাইফুল ইসলাম রনি, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমি, সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন, আলি রেজা রুনু, তাজমিলুর ইসলাম বিচিত্র, মাহমুদুল হাসান প্রিন্স, সুুরুজামান, ফরিদ আহমেদ মুন, শাহাদত হোসেন সোহাগ, জুম্মান শেখ, রাশেদুল কবির, মেহেদি হাসান নয়ন, মোসলেম উদ্দিন স্বপন, রেজাউল করিম, মাসুম, বিপুল, শহর যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিবলু, মোহাম্মদ জাহেদ হোসেন, আবু সাঈদ মন্ডল, সাদ্দাম হোসেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক তৌহিদূর রহমান, শহর যুবদলের যুগ্ন-আহ্বায়ক ইমরান হোসেন, সৌরভ হাসান শিবলু, জাহেদ হোসেন, আবু সাইদ মন্ডল, মেহেদি হাসান বাপ্পি, সাদ্দাম হোসন, বাইতুল্লাহ শেখ, মেফতা আল রশিদ মিল্টন, রোকন হোসেন রোকন সরকার, রাশেদ রেজওয়ান সহ প্রমূখ।