সরকার জনগণের ভোটের অধিকারের পাশাপাশি ভাতের অধিকারও কেড়ে নিতে চায় - আবু সুফিয়ান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৯ পিএম, ১৯ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৬:০৭ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকার আরোও একটি পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। তাই সরকার নির্বাচন কমিশন গঠনের নামে সার্চ কমিটি নিয়োগ আইন প্রতিষ্ঠা করেছে। আইনের মাধ্যমে জনগণের সঙ্গে ছল-চাতুরি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। যতক্ষণ পর্যন্ত নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশে, এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে না। তাই নির্বাচনের পূর্বে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ।
আজ শনিবার চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের এক মতবিনিময় সভায় তিনি বলেন।
সরকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির মাধ্যমে জনগণের ভোটের অধিকারের পাশাপাশি ভাতের অধিকারও কেড়ে নিতে চায় উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে। খোলাবাজারে চাল-আটা-তেল বিক্রির বিক্রয়গুলোতে মানুষের দীর্ঘ সারি প্রমাণ করে সাধারণ জনগণের জীবনমান কতটুকু উন্নত হয়েছে। মানুষ কী খাবে সেদিকে সরকারের খেয়াল নাই। আওয়ামীলীগ এর নেতাকর্মীরা খেতে পারলেই হলো। এই অনির্বাচিত মিডনাইট সরকার দেশের প্রতিটি সেক্টরে দূর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লুটপাটের মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। চালের কেজি ১০ টাকায় খাওয়ানোর কথা বলে এখন সেই চাল ৭৫-৮০ টাকায় খাওয়াচ্ছে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনগনের ক্রয়সীমার বাহিরে যেয়ে তা এখন সাধারণ মানুষের জন্য নাভিশ্বাস হয়ে গেছে।এমতাবস্থায় এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোন অধিকার নাই।
চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মত বিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খান বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে এখনো বন্দি আছেন। আজকে তিনি অসুস্থ। সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজ দেশের বাইরে। তাকে ফিরিয়ে আনতে হলে আমাদের আজ অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি তারাই পারবে একমাত্র এই সমস্যার সমাধান করতে। আজকে আমরা যারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি তাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি'র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শহীদুজ্জামান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ বকতেয়ার, সদস্য নুর আলম, চান্দগাঁও থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন ভুইয়া, ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইলিয়াস শেকু, দক্ষিণ জেলা বিএনপি নেতা আফিল উদ্দিন আহমেদ, মহানগর যুবদলের সহ-সভাপতি ম.হামিদ, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী আবুল বাশার, জানে আলম, মোহরা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইকবালুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম লিটন, মহানগর যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আমিন, সহ-কর্মসংস্থান সম্পাদক সাইদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এম.আবু বক্কর রাজু, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোরশেদ কামাল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আলমগীর, জাহেরু মাসুদ, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক ইসকান্দর হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা নুর নবী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহেদ হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জাহেদুল আলম, নুরুল আমিন সানবি, আব্দুর রশিদ, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম জহির, কামাল হোসেন খোকন, হোসাইন মোহাম্মদ মাসুম, আনিসুর রহমান আনিস, জামাল উদ্দিন, দেলোয়ার হোসেন খোকা, সদস্য মোঃ নূরউদ্দিন, আব্দুল মান্নান, আলী আকবর মোল্লা, মোঃ হারুন, মোঃ আবু কাইছার, মোঃ ফিরোজ, রুবেল চৌধুরী, আবু ছৈয়দ, মোঃ সাইফুদ্দিন, সাইফুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মনছুর আলম, দেদুল বড়ুয়া, ছাত্রদল নেতা আব্দুল আজিজ, মোঃ কাইছার, মোঃ রায়হান, মোঃ আলফাজ, মোঃ কায়েস, রাফি, পারভেজ, হাকিমসহ প্রমূখ।