সোনারগাঁয়ে আ’লীগ থেকে বহিস্কৃত বাবুলের চেয়ার বাঁচাতে দৌড় ঝাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩১ পিএম, ১৯ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৫৬ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিকারী সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লায়ন মাহবুবুল আলম ওরফে লায়ন বাবুল নিজেকে রক্ষায় দৌড়ঝাপ শুরু করেছেন। ধর্ণা দিচ্ছে আওয়ামীলীগের শীর্ষ নেতাদের দুয়ারে। দলীয় পদ টিকাতে না পারলেও চেয়ারটা যাতে রক্ষা হয় এজন্য একটা ‘মিশন’ নিয়ে মাঠে নেমেছেন তিনি। তারই অংশ হিসেবে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সোনারগাঁ চেšরাস্তায় একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তার বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তবে আওয়ামীলীগের নেতাকর্মীরা বলছেন, লায়ন বাবুল যে বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। যদিও জেলা আওয়ামীলীগ বাবুলের কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন। এবং স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে আবেদন জানাবেন।
এছাড়াও সোনারগাঁও আওয়ামীলীগ লায়ন বাবুল ইস্যুতে শনিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ৪টায় সোনারগাঁ রয়েল রির্সোটে এক জরুরী সভা ডেকেছে। সভায় সকল সদস্যদের আসার জন্য অনুরোধ জানিয়েছেন আহবায়ক কমিটির ১ম যুগ্ন আহবায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। সভায় কি বিষয়ে নিয়ে আলোচনা হবে তা জানা না গেলেও একাধিক সূত্র জানায়, বারদী চেয়ারম্যান লায়ন বাবুল প্রধানমন্ত্রীকে নিয়ে যে বেফাঁস বক্তব্য দিয়েছেন সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তার বিরুদ্বে কি ব্যবস্থা নেয়া যায় সে সর্ম্পকে আহবায়ক কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওদিকে লায়ন বাবুলের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তারা জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল যে বক্তব্য দিয়েছেন তা শিষ্টাচার বর্হিভুত। দলের একজন নেতা হয়ে তিনি কখনই এ কথা বলতে পারেন না। তার এ বক্তব্যে দলের ভারমুর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা লায়ন বাবুলের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে তার স্থায়ী বহিস্কার দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত: শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহ্ফিলে বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল ওরফে চুম্মা বাবুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তার এমন বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রীয়া ও ক্ষোভ দেখা দেয়।