বগুড়ার মাটিডালীতে বিএনপি নেতা মাহিদুল গফুরের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১২ পিএম, ১৯ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:২৯ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্নার মাগফেরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিলে শেষে এলাকার ৪শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার মাটিডালী বাজারের সামনে পৌর কাউন্সিলের অফিসে এই আয়োজন করা হয়।
বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহিদুল ইসলাম গফুরের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লিটন শেখ বাঘা, জেলা যুবদল নেতা শাহ মো: সাইফুল ইসলাম, শহর যুবদরের সাবেক সভাপতি মাসুদ রানা, যুবনেতা বুলবুল আহমেদ, বিএনপি নেতা আলমগীর হোসেন, বাবুল আহমেদ, শাহীন আশরাফ, রন্জু মিয়া, আলমগীর হোসেন, খোকন শেখ, দুলাল প্রাং, আয়েত আলী প্রমুখ।