যশোরের চৌগাছার তিনটি ইউনিয়নে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৫ পিএম, ১৯ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৫২ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যশোরের চৌগাছার তিনটি ইউনিয়নে বিএনপি নেতা মিজানের সহযোগিতায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ।
গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) তারিখে যশোর জেলার অন্তর্ভুক্ত চৌগাছা উপজেলা বিএনপির আয়োজনে যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, বর্তমান যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান খানের সহযোগিতায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, আরাফাত রহমান কোকো ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় চৌগাছা উপজেলার পাতিবিল, শুকপুকুরিয়া এবং জগদীশপুর তিন ইউনিয়নে দোয়া ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, চৌগাছা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।