কুষ্টিয়ায় মিরপুর উপজেলায় জাসদ ছাত্রলীগ এবং আওয়ামীলীগ পরিবারের অর্ধশতাধিক তরুণের ছাত্রদলে যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:০১ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়া মিরপুরে আমবাড়িয়া ইউনিয়ন থেকে অর্ধশতাধিক জাসদ ছাত্রলীগের কর্মী এবং আওয়ামিলীগ পরিবারের সন্তানদের ছাত্রদলে যোগদান।
আজ শুক্রবার মাহামুদুল হাসান তীব্রের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা কর্মী কুষ্টিয়া জেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।
উক্ত এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক, মিরপুর উপজেলা বিএনপি নির্বাহী সদস্য, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপি'র প্রচার সম্পাদক মোঃ বকুল আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মাষ্টার, ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা ইকতার উদ্দিন, সিরাজুল ইসলাম মেম্বার, হেলাল উদ্দিন, রাজ আলী মন্ডল, আবুল হোসেন, আমলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কৌশিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী, মিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, মিরপুর উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান তুষার, মোঃ সাব্বির হোসেন, মিরপুর পৌর ছাত্রদল নেতা রোকনুজ্জামান রিন্টু, ওয়ালিদ আহামেদ, ওয়ার্ড বিএনপি নেতা ওমর আলী, আছের মালিথা, সামছুল ইসলাম, দাউদ প্রামানিক, ইয়াকুব আলী, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম, আতিয়ার রহমান, ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ৯নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রহুল আমিন, ইউনিয়ন যুবনেতা মোঃ সুমন হোসেন, রাশেদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আকাশ আহামেদ, মোঃ জাহাঙ্গীর আলম, রাজিব হোসেন, হালসা আর্দশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল নেতা মোঃ ওমর হোসেন, পল্লব হোসেন, ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ তুসার আহামেদ, মোঃ বিকাশ, মোঃ ইমন, মোঃ নাছিম জুনায়েদ, সাব্বির প্রমুখ।