দেশের মানুষ আরাম-আয়েশে দিনযাপন করছে - মেয়র লিটন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৫১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে মন্তব্য করে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ১৫ বছর আগেও এ দেশের মানুষ একবেলা পেট ভরে ভাত খেতে পারতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে এ দেশের কোনো মানুষ আর একবেলাও না খেয়ে থাকে না। বাংলাদেশের আপামর মানুষ চরম আরাম-আয়েশে দিনযাপন করছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ আখ্যা দিয়েছিলেন। বর্তমান সরকারের অভূতপূর্ব অগ্রযাত্রার কারণে সেই হেনরি কিসিঞ্জার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য ফাও’র (জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা) পক্ষ থেকে পুরস্কৃত করেছেন।’
তিনি আরও বলেন, ‘একসময় সারের জন্য এদেশের মানুষকে প্রাণ দিতে হলেও বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ অব্যাহত আছে। এরই ফলশ্রুতিতে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ অর্জনের কৃতিত্ব বর্তমান সরকারের।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসেবাবিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।
পরে মাহবুবুল হক কমলকে পুনরায় সভাপতি এবং রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের তিন বছরের জন্য কমিটির নাম ঘোষণা করা হয়।