স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বগুড়ায় জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স দলের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৭ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:১৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন প্রকাশনা কমিটি ও জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতীগোষ্ঠী দলের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
আজ শুক্রবার বিকাল ৪টায় বগুড়া শহরের প্রবেশদ্বার বনানী মোড়, হাট বাজার, গন্ডগ্রাম ও বনানী বাইপাস এলাকায় জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়ন বগুড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও খ্রীষ্টান সম্প্রদায়ের নেতা পবিত্র প্রামানিক উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল কবির লিফলেট বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক সাইদুল ইসলাম সায়েদ, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ইমরান হোসেন সুলতান, সাংগঠনিক সম্পাদক লিটন শেখ বাঘা, জেলা ছাত্রদল নেতা আলামিন শানু, শ্রমিকদল নেতা জাইদুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, ঠান্ডু মিয়া, মাসুদ মন্ডল, সোহেল রানাগ, বগুড়া বেকারী ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রাঙ্গা সহ প্রমুখ।