খুলনার অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় কেন্দ্রীয় বিএনপি নেতা বকুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৭ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৩১ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাক্রমে খুলনার অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক ভাবে দশম দিনের মতো শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
আজ শুক্রবার বিকাল ৪ঃ৩০টায় খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১০নং ওয়ার্ডের দক্ষিণ কাশিপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এবং ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃত্বে মাদ্রাসার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পূর্বে সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান বীর উত্তম এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, অসুস্থ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খালিশপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল কালাম জিয়ার সভাপতিত্বে এবং নগর বিএনপি নেতা শেখ সাদীর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সদ্য সাবেক সহ সভাপতি, প্রবীণ বিএনপি নেতা স ম আব্দুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতা বিপ্লবুর রহমান কুদ্দুস, মিরাজুর রহমান মিরাজ, আঃ মতিন বাচ্চু, লিটন খান, হালিম শিকদার, কামাল হোসেন, ডাঃ মোবাশ্বের হোসেন শ্যামল, শেখ রিয়াজ শাহেদ, খালিশপুর থানা তাতীদলের আহবায়ক মোঃ আসিফ ইকবাল, মোঃ মু্রাদ আহম্মেদ, মোঃ মামুন হোসেন, মোঃ হাবিবুর রহমান, নাদিম হোসেন, গোলাম মোস্তফা ভুট্টো, সালাম হাওলাদার, শেখ মিজানুর রহমান, সত্যানন্দ দত্ত, জাকির হোসেন, মোঃ সাত্তার, মোঃ বাবু, মোঃ সেলিম হোসেন, সরদার মামুন, নিঘাত সীমা, সালমা আক্তার, লুবনা আক্তার বিউটি প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মঈনউদ্দীন নয়ন, আলমগীর তালুকদার, খায়রুজ্জামান শামীম, আঃ হাই কালু, সামাদ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান সজল, রফিকুল ইসলাম, সুমন হাওলাদার, হুমায়ুন কবীর, সালমান সাকিব, শাহিন আহম্মেদ, শুভ তালুকদার প্রমুখ।
সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, মোতালেব শেখ, আকরাম হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, স্বপন রহমাতুল্লাহ, শাকিল আহম্মেদ, কাজী সালমান মেহেদী, শুভ কুমার দাস, বেলাল হোসেন, স্বপন হাওলাদার, মহিউদ্দীন তালিম, শাকিল গাজী, সৈয়দ মিজান, তামজীদ উর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সাগর হোসেন প্রমুখ।