গফরগাঁওয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে হামলা, আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৪ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:১৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ময়মনসিংহের পাগলায় আজ শুক্রবার দুপুর ২টায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে গফরগাঁও উপজেলা- পাগলা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের অতর্কিত হামলায় বিএনপি নেতা নিজাম উদ্দিন মেম্বার, শেখ মোঃ ইছমত, উজ্জল আহমেদ পাপ্পু, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান রাসেল, ছাত্রদল নেতা নবী হোসেন রবী, মোঃ রিমন মিয়াসহ ৩০ জনের অধিক নেতা-কর্মী আহত হয়েছে।
মিছিলটি পাগলা থানার কান্দিপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে দলীয় নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা আবু সাহিদ মাস্টার, শেখ মোঃ ইছমত, আতিকুল ইসলাম বাবুল, বজলুর রহমান, হেলাল উদ্দিন সরকার, আবুল কালাম মেম্বার, আব্দুল হাই মেম্বার, মোঃ রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোঃ মকবুল হোসেন, রেজাউল হক সিদ্দিকী খোকন, আমিনুল ইসলাম বাবুল, মোঃ মিজানুর রহমান, হুমায়ুন মেম্বার, আলতাফ হোসেন, খোকন মিয়া, মোঃ ফরিদ খান, অ্যাডভোকেট জহিরুল ইসলাম নিঝুম, মোঃ ফালান মিয়া, নিজাম উদ্দিন মেম্বার, কাজল মিয়া, যুবদল নেতা ইয়াসিন খান, মোহাইমিনুল ইসলাম জনি, মোঃ রুহুল আমিন, মোঃ চন্দন সরকার, জিয়াউল হক স্বপন, সালাহ উদ্দিন, মোঃ রমজান মিয়া, তোফাজ্জল হোসেন, মনির মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মনির, ইবনে আজাহার মাহমুদ, মঈনুল হোসেন রুবেল, ইবনে আজাদ কল্লোল, মোঃ বাবুল চৌধুরী, মেহেদী হাসান রাসেল, মিজান মিয়া, মোঃ রানা মিয়া, হাকিম মিয়া, মোঃ মোস্তফা, তাঁতী দল নেতা কায়সার উদ্দিন, রতন শেখ, তাফাজ্জল হোসেন, পাগলা থানা মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফালান মিয়া, আক্তার হোসেন, শামছুল আলম, মোঃ বাদল মিয়া, পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আকন্দ, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, ইঞ্ছিনিয়ার আবু সায়েম ফরহাদ, আবু নাঈম, মাসুম ইমরোজ, মোঃ নবী হোসেন রবী, অলি আহেদ, মোঃ সালেক, আবুল কালাম জনি, মোঃ জান্নাতুল ফেরদৌস, হিমেল মিয়া, তারেক মিয়া, মোঃ বাবু মিয়া, গফরগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিমন মিয়া, এবিএম নাঈম পাপেল, ইয়াসিন করিমসহ গফরগাঁও উপজেলা, পৌর, পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।