মদের লাইসেন্স উন্মুক্ত করে সরকার মুসলিমদের কলিজায় আঘাত করেছে : লেবার পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সরকার মদের লাইসেন্স উন্মুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, একটি মুসলিম দেশে মদের লাইসেন্স উন্মুক্ত করা অত্যন্ত জঘন্য একটি সিদ্ধান্ত। পবিত্র কুরআনে মদকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। ৯০ ভাগ মুসলমানের দেশে কুরআনের একটি মৌলিক নির্দেশনার বিরুদ্ধে আইন হওয়া মানে, সে দেশের মানুষের ইসলাম চর্চার উপর বড় একটি আঘাত আসা।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ ইসলামের মৌলিক বিষয়গুলো পালনের ক্ষেত্রে সোচ্চার আছেন। মাদককে সবসময় ক্ষতিকর উপকরণ হিসেবে এবং মাদক গ্রহণকারীকে সমাজের খারাপ মানুষ হিসেবে দেখা হয় দেশে। আজ আইন করে মাদক সেবন, বিক্রয়ের অনুমোদন দেওয়া মানে; এই কারবারের সাথে জড়িতদের নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। যা সমাজব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অপ্রতিরোধ্য হাতিয়ার হিসেবে কাজ করবে।
নেতৃদ্বয় আরো বলেন, মাদকের সয়লাবের মাধ্যমে সমাজ ধ্বংসের ক্রীড়নক হয়ে কাজ করার অংশ হিসেবে বর্তমান আওয়ামী সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে। তাই আসুন, মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে তরুণ ও যুব সমাজকে বাঁচাই। বিজ্ঞপ্তি