তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : জামাল হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:২৩ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জামাল হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, বাংলাদেশে আজকে যে নির্বাচন হচ্ছে তাতে মানুষের ভোটাধিকার হারিয়ে গেছে। দেশের গণতন্ত্র লোট হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুঁইপুরা বাজারে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামীতে সবাইকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে। তাই আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সাতকানিয়া উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুল মোমেন চৌধুরীর সভাপতিত্বে যুবদল নেতা মুহাম্মদ এহসানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক এম এ রহিম, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা এস. এম. নুরুল হক, উপজেলা বিএনপি নেতা আহমদুল হক সিকদার, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা জিয়াবুল হোসেন, বিএনপি নেতা ডাঃ মঈনুদ্দিন, ইয়াছিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন রুবেল, ইন্জিনিয়ারি আজিজুল হক সৌরভ, সেলিম বাংলা, নাছির উদ্দীন সওদাগর, মুজিব সওদাগর, আবদুল আলীম, এম সোহেল রানা সওদাগর, আবদুল মান্নান, যুবদল নেতা সম্রাট, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল, সোহেল, সহ আরো অনেকেই।
এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।