সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী এর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৭ পিএম, ১৬ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:১১ এএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
গতকাল সন্ধ্যায় ভারতের পশ্চিম বাংলার কোলকাতায় উপমহাদেশের অসাধারণ ও কিংবদন্তী কন্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (৯০) মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "কীর্তিমান কন্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন উপমহাদেশের সঙ্গীত জগতের এক উজ্জল জ্যোতিস্ক। অনন্য অসাধারণ বাণী ও সুরের অসংখ্য গান গেয়ে উপমহাদেশের বাংলাভাষী সঙ্গীতপ্রিয় মানুষের নিকট সন্ধ্যা মুখোপাধ্যায় হয়ে উঠেছিলেন কিংবদন্তিতুল্য। গুণী এই শিল্পীর প্রতিটি গানের সুমধুর সুরমূর্ছনা সঙ্গীতপ্রেমী মানুষকে আকৃষ্ট ও আপ্লুত করতো। তাঁর মৃত্যু উপমহাদেশের সঙ্গীতভূবনে এক বিশাল শুণ্যতার সৃষ্টি করলো। তাঁর মৃত্যুতে উপমহাদেশের মানুষ একজন প্রতিভাবান কন্ঠশিল্পীকে হারালো। সন্ধ্যা মুখোপাধ্যায় এর মৃত্যুতে আমি খুবই বেদনাহত হয়েছি।
আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী, ভক্ত-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবার্তায় ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত পরিচালক, সুরকার ও প্রখ্যাত কন্ঠশিল্পী বাপ্পি লাহিড়ী'র চিরপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি বাপ্পি লাহিড়ীকে সঙ্গীত জগতে বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে আখ্যায়িত করে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকবিহব্বল পরিবারবর্গ, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।