হাটহাজারীতে মীর হেলালের পক্ষে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২২ পিএম, ১৬ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:০৫ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল এর সার্বিক তত্ত্বাবধানে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল আলম চৌধুরী, সদস্য জনাব ওসমান গণি, মোহাম্মদ রহমত উল্লাহ, হাজী মোঃ ইলিয়াস, মির্জা রাশেদ, আবু সাঈদ, নাসরিন আক্তার রেখা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শিমুল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফকরুল হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ তকিবুল হাসান চৌধুরী।
চিপাতলির ইউনিয়ন নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, ছিপাতলী ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আবুল খাইর, ছিপাতলী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ্ব নুরুজ্জামান, ছিপাতলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল হাদী কোম্পানি, কামাল হোসাইন, লোকমান মেম্বার, সদস্য সচিব আব্দুল মন্নান সওদাগর, আব্দুল করিম, আলী আকবর, আবুল কাশেম সিকদার, শাহা নেওয়াজ, জাহাঙ্গীর আলম, আবুল হাশেম সওদাগর, নুরুল আমির সওদাগর, মোঃ আলমগীর, আলী নেওয়াজ, তসলিম, মোঃ আরিপ, আবুল হোসেন মেম্বার, যুবদল নেতা গিয়াসউদ্দিন, বকতিয়ার, রমজান আলি, আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য লিমন, ছিপাতলী ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোহাঃ সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক নকিবুল হোসেন, প্রচার সম্পাদক জিয়াদ তারেক, মোহাঃ অভি, জাহেদ, নিজাম, এমতিয়াজ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিপাতলী ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আবুল খায়ের, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক ডাঃ রফিকুল আলম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ওসমান গণি, রহমতুল্লাহ, হাজি ইলিয়াস চৌধুরী, মির্জা রাশেদ, নাসরিন আকতার রেখা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ন -সম্পাদক মোহাঃ শিমুল, হাটহাজারী উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক ফকরুল। আরও বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুজ্জামান, আলহাজ্ব আব্দুল হাদী কোম্পানি, কামাল হোসেন, লোকমান মেম্বার, আব্দুল মন্নান সওদাগর (চিপাতলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব),আব্দুল করিম, আলি আকবর, আবুল হোসেন সিকদার, মোহাম্মদ সজ্জাদ হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বরাবরের মতো হাটহাজারীর পাশে দাড়িয়েছে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে হাটহাজারী বিএনপি পরিবার। কোভিড ১৯ মহামারী, বন্যা সহ সকল দুর্যোগে ও বিপদকালীন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে হাটহাজারীর জনসাধারণের পাশে দাঁড়িয়েছে মীর হেলালের নেতৃত্বে হাটহাজারী বিএনপি পরিবার, এবং দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগান সামনে রেখে ভবিষ্যতেও ইনশাল্লাহ অসহায় ও সাধারণ জনগণের পাশে দাঁড়াবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।