তালায় সরদার আলিম এর নেতৃত্বে ৫০ জন ব্যক্তির বিএনপিতে যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ১৬ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৩৬ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাতক্ষীরা তালায় এক ব্যবসায়ীর নেতৃত্বে ৫০ জন ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছে। তাদের বরণ করে নেন উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি নেতারা।
গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮ টায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া বাজারে অস্থায়ী কার্যালয়ে তাদের যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেঠুয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সরদার আলিমের নেতৃত্বে প্রায় ৫০ জন ব্যক্তি যোগদান করেন।
এসময় সরদার আলিম উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
জালালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোহরাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়। ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য ডাঃ আনারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক উপধাক্ষ্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবদল নেতা মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের নেতা লাভলু, ফারুক, যুবদল নেতা মাসুদ, আলামিন, ছাত্রনেতা মনিরুজ্জামান, ইমরান, ইউপি সদস্য কাইয়ুম, বিএনপি নেতা হাবিবুর রহমান সহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।