শাজাহানপুরে চোপীনগর ইউনিয়ন বিএনপির দ্ধি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১২ পিএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩৬ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন সংগ্রামের ডাক দেবেন। সেই ডাকে সকল ভেদাভেদ ভুলে ঐকবদ্ধ হয়ে তৃণমূল নেতাকর্মীদের রাজপথে ঝাঁপিয়ে পড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নি:শর্ত ভাবে মুক্ত করতে হবে এবং ফ্যাসিষ্ট সরকারকে গদি থেকে টেনে হেঁচড়ে নামাতে হবে। এ আন্দোলনের জন্য তৃণমূলকে প্রস্তুত হয়ে থাকতে হবে।
তিনি আওয়ামীলীগ সরকারের উদ্দেশ্যে বলেন, বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থন দেখে দিশেহারা হয়ে পড়েছে অবৈধ সরকার। মন্ত্রী এমপি ও দলের দায়িত্বশীল নেতারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ আজ সচেতন। তাদের অপপ্রচারের জবাব জনগণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। অপেক্ষা শুধু সময়ের।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শাজাহানপুরের চোপীনগর ইউনিয়ন বিএনপির দ্ধি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড: সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোরশেদ মিল্টন।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ তাহা উদ্দিন নাহিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, সদস্য আলী হায়দার তোতা, এনামুল হক শাহীন, আবু শাহিন সানি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বিদ্যুৎ, হারেজ উদ্দিন, প্রভাষক মহাতাব হোসেন সন্টু, চোপীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোজাফফর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমরান হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান জিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতি পদে বিএনপি নেতা মঞ্জুর কাদের মন্টু ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন মাষ্টার নির্বাচিত হয়।