সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু দাইয়ান মুক্তার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫১ পিএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৩৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়ন ৮ নং ওয়াড বিএনপির সভাপতি আবু দাইয়ান মুক্তার (৬৫) আজ মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বারিতে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউল)।
আবু দাইয়ান মুক্তার বারদী ইউনিয়নের বাগের পাড়া গ্রামের মৃত আলী মিয়া সাবেক মেম্বার ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরে বাদ যোহর ফুলদী বাগের পাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এসময় জানাযায় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি সাবেক মেম্বার নেহালউদ্দিন,সাবেক চেয়ারম্যান ও সাবেক যুব দলের সভাপতি আবুল কাশেম বাবু, সোনারগাঁও থানা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ানের ৭ নং ওয়ার্ডের মেম্বার মনিরুজ্জামান, সাবেক যুব দলের সাধারণ সম্পাাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ৮ নং ওয়াড বিএনপি'র সাধারণ সম্পাাদক আনোয়ার মুক্তার, সাবেক মেম্বার রফিকুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গগণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি'র আহবায়ক আজহারুল ইসলাম মান্নান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।